রামেকে চিকিৎসা সেবা বন্ধ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৫ এএম

চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্সদের সঙ্গে হাতাহাতির ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে নার্সরা।

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সকালে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্মবিরতিতে নার্সরা। তারা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পরিচালকের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানাগেছে।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: