কেন জামায়াতকে নিষিদ্ধ করছেন না?

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৯ পিএম

কেন জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না বলে সরকারের কাছে প্রশ্ন তুলেছেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এক টক‘শোতে অংশ নিয়ে বিএনপি নেত্রী সরকারকে এই প্রশ্ন করেছেন।

এসময় তিনি বলেন, সংসদে যেহেতু কিছু দিন ছিলাম, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই তিনবার যুক্ত হয়েছে, সংসদের ক্ষমতাটা ওখানেই।

তিনি বলেন, এই তিনবার হ্যাঁ বলে কেন জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না? ৬%-৭% ভোটের জন্য কি তাহলে জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না?

নিলুফার চৌধুরী বলেন, শুধু কি বিএনপি স্বাধীনতার পরে ক্ষমতায় ছিলো আর কেউ ছিলো না। এই মুহুর্তে দশম জাতীয় সংসদে সব আওয়ামী লীগ। এরশাদও আওয়ামী লীগ।

১০ বছর আওয়ামী লীগ ক্ষমতা পরিচালনা করছে। জামায়াত কেন এখনও আছে? এই দেশটি সকলেরই তাহলে কেন আমরা একা গালি শুনবো।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: