মাঝরাতে দৌড়াল ২০০ নারী!

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮ পিএম

ভয়কে জয় করতেই নয়াদিল্লিতে এক ম্যারাথন দৌড়ে পা মেলালেন ভয়হীন নারীরা। গত ৯ ও ১০ সেপ্টেম্বর মধ্যরাতে নয়াদিল্লির রাজপথ ছিল নারীদের। যে নারীরা দৌড়েছেন, তাদের লক্ষ্য কোটি কোটি নারীর কাছে স্বাধীনতা ও ভয়হীন পথচলার বার্তা পৌঁছে দেয়া।

&dquote;&dquote;দিল্লি পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা ইউনাইটেড সিস্টার্স ফাইন্ডেশনের যৌথ উদ্যোগে মাঝরাতে দৌড় শুরু হয়েছিল দিল্লি শহরের কনটপ্লেস থেকে। একে একে ২০০ জন নারী দৌড়ে অংশ নেয়। পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়। 

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গতবছর প্রতিদিন গড়ে ৫ জন নারী ধর্ষিতা হয়েছেন দিল্লিতে। ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ৫৬৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত সংখ্যাটা ৫৭৮-এ পৌঁছেছে।

&dquote;&dquote;ধারণা করা হচ্ছে, এই ধরনের কিছু উদ্যোগকে নারীদের মনে সাহস জোগাবে। তবে এটাই সব নয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: