সু চির কঠোর সমালোচনায় নিকি হ্যালি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬ পিএম

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেয়ায় সেটির পক্ষে সাফাই গেয়ে হ্যালির তোপের মুখে পড়েছেন সু চি। এ বিষয় নিইয়ে জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি মিয়ানমারের নেত্রী অং সান সু চির কঠোর সমালোচনা করেছেন। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে সু চি বলেন, রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেয়ার সঙ্গে বাক স্বাধীনতার কোনও সম্পর্ক নেই এবং তারা তাদের সাত বছর সাজার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

দুই সাংবাদিকের কারাদণ্ডের ঘটনাকে স্বস্তিদায়ক মনে করেন কিনা একজন ফোরাম মডারেটরের এমন প্রশ্নের জবাবে সু চি এই মন্তব্য করেন।

সু চির এমন মন্তব্যকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে হ্যালি এক টুইট বার্তায় লিখেন, প্রথমে রোহিঙ্গাদের ওপর বার্মিজ সেনাবাহিনীর নির্যাতন অস্বীকার, এখন জাতিগত শুদ্ধি অভিযানের প্রতিবেদন করায় রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ডের যথার্থতা প্রমাণের চেষ্টা। অবিশ্বাস্য।

উল্লেখ্য, রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের দায়ে গেল ৩ সেপ্টেম্বর রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও-কে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে ১০ জন রোহিঙ্গা গ্রামবাসীকে হত্যার অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: