এ বয়সের অভিনেতা বেশি পাওয়া যায় না অর্থমন্ত্রীকে সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৩ পিএম

চলচ্চিত্রের শিল্পী সংকট দূর করার লক্ষ্যে দীর্ঘ ২৭ বছর পর ফের নতুন মুখের সন্ধানে নেমেছে বাংলাদেশ পরিচালক সমিতি। রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পাঁচতারা হোটেলে প্রথম নিজের নাম নিবন্ধন করে ‘নতুন মুখের সন্ধানের’ কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী নির্বাচন করবে জুরি বোর্ড। জুরি বোর্ডের সম্মানিত সদস্যরা হলেন- চিত্রপরিচালক আমজাদ হোসেন, নায়ক আলমগীর, অভিনেত্রী চম্পা, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, চিত্রনায়িকা জয়া আহসান।

অনুষ্ঠানে নাম নিবন্ধনের পর উপস্থাপক জয় জুরি বোর্ডকে অনুরোধ করেন, প্রথম প্রার্থী হিসেবে অর্থমন্ত্রীর ইন্টারভিউ নেয়ার জন্য। সে অনুযায়ী প্রথমে চম্পা, পরে জয়া আহাসান সর্বশেষ নায়ক আলমগীর প্রশ্ন করেন। জয়া আহসানের প্রশ্নের পরপরই সংস্কৃতিমন্ত্রী বেশ রসিকতা করে বলে ওঠেন, ‘বর্তমানে এ বয়সের অভিনেতা বেশি পাওয়া যায় না তাই এত প্রশ্ন না করাই ভালো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনয় থেকে রাজনীতিতে আসা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফডিসির পরিচালক মো: আমির হোসেন, সংস্কৃতি সচিব নাসির হোসেন, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মোহাম্মদ হোসেন জেমি, আজিজুর রহমান, জয়া আহসান প্রমুখ।

বিডি২৪লাইভ/এএ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: