কুবিতে অভয়ারণ্যের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৫ পিএম

‘প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত’ স্লোগানে উজ্জিবিত সংগঠন অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল লতিফ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: