বাংলায় রুপান্তর করে দুই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৭ পিএম

'বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮' এবং 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮' এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতএ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলমম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮' আগে ইংরেজীতে ছিল, এটাকে বাংলায় রুপান্তর করা হয়েছে। সামান্য সংশোধন আনা হয়েছে। তবে তেমন কোনো বড় পরিবর্তন আনা হয়নি।

এছাড়া 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮' ও ইংরেজীতে ছিল। এটাকেও বাংলায় রুপান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ/এসআর/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: