সাংবাদিক সুবর্ণা হত্যার তিন আসামির বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৩ পিএম

সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি নিহত নদীর সাবেক শ্বশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও আয়ের বিবরণী দাখিল না করায় দুদক তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা তিনটি দায়ের করে।

মামলার বিবরণে প্রকাশ, দুদক পাবনা অফিস ইড্রাল ওষুধ কোম্পানি ও শিমলা ডায়াগনস্টিক সেন্টার মালিক নদী হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে নদী হত্যা হবার বহু আগে তদন্তে নামে। তদন্তে দুদক আবুল হোসেনের বিরুদ্ধে ১৯৭৭ সাল থেকে বর্তমান পর্যন্ত নিজ নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলে ৪০ কোটি ৬৬ লাখ ১’শ টাকার সম্পদের হদিশ পায়। এর মধ্যে তার জ্ঞাত আয় বহির্ভূত ৮ কোটি ১ লাখ ৯১ হাজার ৮’শ ২৯ টাকা।

অন্যদিকে স্ত্রী মোছা. তাসলিমা হোসের নামে অর্জিত ২ কোটি ৪৯ লাখ ১২ হাজার ২’শ ১৫ টাকার সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৫ লাখ ৩১ হাজার ৯’শ ৩৮ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পায়। এরপর দুদক অনুসন্ধানে জানতে পারে আবুল হোসেনের ছেলে রাজিব হোসেনের নামে অর্জিত ২ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৫’শ টাকার সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ হচ্ছে ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৩’শ।

এ বিষয়ে দুদক আইনে তাদেরকে ৭ দিনের মধ্যে আয়-ব্যয়ের উৎস বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে আরও ৭ দিন সময় বাড়ানো হয়। চলতি মাসের ৪ তারিখে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আয়-ব্যয়ের বিবরণী দাখিলের সময় থাকলেও তারা তা দাখিল না করায় দুদক পাবনা অফিসের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক পাবনা সদর থানায় বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: