অনেক সাধনা করে ভারতের জয়!

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ এএম

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ২৬ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে রানের ব্যবধান দিয়ে এ ম্যাচের মাহাত্ন্য পুরোপুরি বোঝা সম্ভব নয়। কারণ, দুর্বল দল হওয়া সত্বেও শেষ পর্যন্ত খুব ভালো লড়াই করেছে হংকং। ২৮৫ রানের জবাবে ভারতকে শংকায় ফেলে দিয়েছিল দলটির ওপেনিং জুটি। অধিনায়ক অংশুমান রাথের সাথে নিজাকাত আলির অসাধারণ ব্যাটিংয়ে মনে হচ্ছিল, অঘটনই বুঝি ঘটিয়ে ফেলবে হংকং।

কিন্তু ১৭৪ রানে ওপেনিং পার্টনারশিপ ভেঙ্গে গেলে, ম্যাচ থেকে কিছুটা ছিটকে পড়ে তারা। এরপর অন্যদের নিয়মিত বিদায়ে, ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ভারতের পক্ষে। এরপরও লোয়ার মিডল অর্ডার প্রায় শেষ অবধি লড়াই চালিয়ে যায়। ভারতের পেশাদারিত্বের কাছে তাদের ইনিংস থেমে যায় ২৫৯ রানে। তবে এই লড়াকু মনোভাব হংকংকে আগামীতে আরো ভালো করবার প্রেরণা যোগাবে, তা বলাই যায়। কারণ ওয়ানডেতে এটাই দলটির সর্বেোচ্চ স্কোর এবং একইসাথে কোনো বড় দলের বিপক্ষে সবচেয়ে ভালো পারফর্ম্যান্স। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের অসাধরণ ইনিংস উপহার দেন নিজাকাত আলি। এছাড়া অংশুমান রাথ করেছেন ৭৩ রান। ভারতের পক্ষে ৪৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন যজবেন্দ্র চাহাল।

এর আগে শেখর ধাওয়ানের অনবদ্য শতকে দুর্বল হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে ২৮৫ রানের বিশাল স্কোর গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টস জিতে ফিল্ডিং নেয়া হংকংকে শুরু থেকেই চেপে ধরে রোহিত শর্মার দল। দুবাই স্টেডিয়ামে, ওপেনার শেখর ধাওয়ানের ১২৭ রানের পাশপাশি ৬০ রানের চমৎকার অর্ধশতকে দলকে বিশাল স্কোর গড়তে সহায়তা করেন আমবাটি রাইডু। হংকংয়ের পক্ষে ৩৯ রানে ৩ উইকেট পেয়েছেন কিঞ্চিৎ শাহ। ২৮৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করবে হংকং।

এর আগে দুই ওপেনারের সুবাদে চমৎকার সূচনা করে ভারত। শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলা শুরু করেন দুই ওপেনার। দলীয় ৪৫ রানে অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে উল্লাসে মাতেন এহসান খান। তবে সেই উল্লাসে ভাটা পড়ে কিছুক্ষণ পরেই। আমবাটি রাইডুকে সাথে নিয়ে সতর্কভাবে ভালো জুটি গড়ে তোলেন শেখর ধাওয়ান। এই দুজনের ১১৬ রানের অনবদ্য জুটিতে ভালো টার্গেট দেয়ার ভিত্তি পেয়ে যায় ভারত।

পরে অন্যদের সাথে নিয়ে তান্ডব চালান শেখর ধাওয়ান। ৭৯ রানের আরেকটি জুটি গড়েন দিনেশ কার্তিকের সাথে। এরপর প্যাভিলিয়নে ফেরেন ১২০ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ধোনি শূণ্য রানে ফিরলেও লোয়ার মিডল অর্ডারের দক্ষতায় শেষ পর্যন্ত ২৮৫ রানের সংগ্রহ পায় ভারত। ৩৩ রান করেন দিনেশ কার্তিক। ২৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন কেদার যাদব।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৮৫/৭ (৫০ ওভার শেষে)
ধাওয়ান ১২৭, রাইডু ৬০
এহসান ২/৬৫, কিঞ্চিৎ ৩/৩৯

হংকং: ২৫৯/৮ (৫০ ওভারশেষে)

নিজাকাত ৯২, অংশুমান ৭৩

চাহাল ৩/৪৬, খলিল ৩/৪৮
দুই দলের একাদশ:

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, দিনেশ কার্তিক, আমবাটি রাইডু, মণীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।

হংকং: নিজাকাত খান, আনশি রাথ (অধিনায়ক), বাবর হায়াত, কেডি শাহ, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, আইজাজ খান, ম্যাককেনি, তানবির আফজাল, নাদিম আহমেদ।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: