‘ক্ষমতা অন্যের হ‌াতে দি‌তে পা‌রে শেখ হা‌সিনা’

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আগামী ‌নির্বাচ‌নে না জিত‌তে পার‌লে ক্ষমতা অন্যের হা‌তেও দি‌তে পা‌রে বলে মন্তব্য ক‌রেছেন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য ড. এমাজউ‌দ্দিন আহ‌মেদ

তিনি বলেন, ‘আগা‌মী নির্বাচন য‌দি হয়। আর সে নির্বাচ‌নে য‌দি আওয়ামী লীগ ১৫১ আসন না পায়। তাহ‌লে ক্ষমতা অন্যের হা‌তে দি‌য়ে দি‌বে।’

বুধবার (১৯ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে চেতনা বাংলা‌দেশ এর উদ্যোগে বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে নারী‌দের প্র‌তিবাদ আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি ব‌লেন, ‘আগা‌মী সংসদ নির্বাচন য‌দি হ‌তে হয় তাহ‌লে সংসদ ভে‌ঙে দি‌তে হ‌বে এবং বেগম খা‌লেদা জিয়াসহ বিএন‌পির নেতাকর্মী‌দের না‌মে যে ৭৮ হাজার মামলা হ‌য়ে‌ছে তা তু‌লে নি‌তে হ‌বে। তাহ‌লে দে‌শে নির্বাচন হ‌বে, তাছাড়া কি‌সের নির্বাচন। কোনো নির্বাচন এই দে‌শে হ‌বে না।’

ঢাবির সা‌বেক এই ভি‌সি ব‌লেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনকে বৃদ্ধা আঙ্গুল ৫ জানুয়ারি থে‌কে দেখা‌নো শুরু ক‌রে নাই, তারা বঙ্গবন্ধুর সময় থে‌কে নির্বাচনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গণতন্ত্র হরণ কর‌ছে।’

‌তি‌নি ব‌লেন, ‘হা‌সিনা ক্ষমতা দখল করার জন্য শুধু গণতন্ত্র হরণই না, যা করার দরকার তাই কর‌ছে। মিথ্যাচার-অপপ্রচারসহ মিথ্যা, মামলা, খুন, গুম সবই কর‌ছে। ত‌বে তা‌দের সময়ও শেষ হ‌য়ে এ‌সে‌ছে।’

এমাজউ‌দ্দিন ব‌লেন, ‘বর্তমা‌নে সরকার পক্ষ থে‌কে বলা হয়- দে‌শের উন্নয়‌নের ধারা চালু ক‌রে‌ছে শেখ হা‌সিনা, এটা একেবা‌রে মিথ্যাচার। কারণ দে‌শের উন্নয়‌নের ধারা চালু ক‌রে‌ছে বেগম খা‌লেদা জিয়া, ১৯৯১ সা‌লে ভ্যাট চালু করার মা‌ধ্যে‌মে।’

সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন জাতীয়তাবা‌দী ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, বিএন‌পির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হে‌লেন জে‌রিন খান, ‌নির্বাহী ক‌মি‌টির সদস্য খা‌লেদা ইয়াছ‌মিন প্রমুখ।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: