লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

মাত্র ১৪ মিনিটের মাথায় লেবাননের জালে গোল দিল বাংলাদেশ। বাংলাদেশের মনিকা চাকমার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন সাজেদা। 

এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিক কিশোরীরা। তহুরার শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান লেবাননের শোফিয়ে। এরপর একে এক গোল দিয়ে শেষ পর্যন্ত ৮ গোল দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। ফলে বাহরাইনকে ১০ গোলে হারানোর পর লেবাননকে ৮-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে লেবানকে উড়িয়ে দেয় বাংলাদেশ মেয়েরা।

৫-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে বাংলাদেশ। এরআগে ২৩ মিনিটে তহুরার দারুণ গোলে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায় । ২৬ মিনিটে আনাই মগিনির গোলে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। ৪০ মিনিটের মাথায় আখির লম্বা পাস ধরে নিজের দ্বিতীয় গোল করেন সাজেদা। আর এতে প্রথমার্ধ শেষে ৫-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। 
 
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে লেবাননের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ছোট শামসুন্নাহার গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান ৬-০ করে স্বাগতিক কিশোরীরা। ৬৩ মিনিটে আবার ছোট শামসুন্নাহার। এরপর সুলতানার নিচু ক্রস ধরে গোল শেষ গোলটি করে বাংলাদেশ। বদলি খেলোয়াড় রোজিনা আক্তার ৭৫ মিনিটে শেষ গোলটি করলে ৮-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: