ভারতের বোলিং তোপে অল্প রানেই থেমে গেল পাকিস্তান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৯ পিএম

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। ভারতের দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্সে ১৬২ রানেই গুটিয়ে গেছে সরফরাজ বাহিনী। সর্বোচ্চ ৪৭ রান করেছেন বাবর আজম। এছাড়া ৪৩ রান এসেছে অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাট থেকে। ভারতের পক্ষে ২৩ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন কেদার যাদব।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তান। তবে দলীয় ৩ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে পাকিস্তান। ইমাম উল হক ও ফখর জামানের দুটি উইকেটই লাভ করেছেন ভুবনেশ্বর কুমার। তবে বাবর আজম ও শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। ৮২ রানের জুটিতে বেশ ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। দলীয় ৮৫ রানে বাবর কুলদীপের শিকার হলে আবারও বিপদে পড়ে পাকিস্তান। দ্রুত প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক সরফরাজসহ অন্যান্য মিডল অর্ডাররা।

টেইল এন্ডে ফাহিম আশরাফ ও মোহাম্মাদ আমির কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। ২১ রান করা ফামিহকে ফেরান জসপ্রিত বুমরাহ। অন্যপ্রান্তে ১৮ রানে অপরাজিত থাকেন আমির। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ১৬২ অল আউট (৪৩.১ ওভারে)
বাবর ৪৭, শোয়েব ৪৩
কেদার যাদব ৩/২৩

দুই দলের একাদশ:

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, দিনেশ কার্তিক, আমবাটি রাইডু, মণীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলি ও উসমান খান।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: