বর্ণিল আয়োজনে নজরুল সম্মেলনের উদ্বোধন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০০ এএম

বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। সাতক্ষীরা জেলা প্রশাসন ও কবি নজরুল ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা এসে শেষ হয় শিল্পকলা একাডেমিতে।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভার মধ্যে দিয়ে প্রথম দিনের আয়োজনের শুরু হয়। উক্ত আলোচনা সভায় সাতক্ষীরার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার।

&dquote;&dquote;

মুখ্য আলোচক হিসাবে উপস্থিতি ছিলেন নজরুল গবেষক জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব এএফএম হায়াতুল্লাহ, নজরুল ইন্সিটিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক ভুঞা, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, নজরুল ইন্সটিটিউটের সচিব মো. আবদুর রহিম, প্রফেসর কাজী মো. অলিউল্লাহ ও প্রফেসর আশুতোষ সরকার।

&dquote;&dquote;

আলোচকবৃন্দ তাদের আলোচনার মধ্যে দিয়ে জাতীয় কবি নজরুল ইসলামের নানা গুরুত্ববহ সংকলন আলোকপাতসহ নানা ধরনের আলোচনা উপস্থাপন করেন। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে আগামী ২১শে সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: