টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০২ পিএম

আবধাবি স্টেডিয়ামে আফগানিস্তনের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। দুই দলই সুপার ফোর নিশ্চিত করেছে, ফলে এ ম্যাচটি অনেকাংশেই আনুষ্ঠানিকতা। তবু সম্মান রক্ষার লড়াইয়ে কোনো দলই কাউকে ছাড় দেবেনা। চোট আক্রান্ত বাংলাদেশ দল মাঠে নামছে পূর্ণ শক্তি ছাড়াই। তামিম ইকবালের জায়গায় আজ অভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেনের। মুশফিকের জায়গায় খেলবেন মুমিনুল হক। অন্যদিকে মোস্তাফিজের জায়গায় অভিষিক্ত হবেন আবু হায়দার রনি। সুপার ফোরে খেলার আগে স্বাভাবিকভাবেই নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ কোনো দলই মিস করতে চাইবেনা।

দুই দলের স্কোয়াড:

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মাদ শেহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমত শাহিদি, গুলবাদিন নায়িব, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মাদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: