চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু 

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২ পিএম

রাজশাহীতে শুরু হলো চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী। মহানগরীর সিঅ্যান্ড মোড়ের মনিবাজার চত্বরে রাজশাহী বনসাই সোসাইটি তাদের ১৯ তম এই প্রদর্শনীর আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজামান লিটন।

প্রদর্শনীতে সোসাইটির ৬০ জন সদস্যর ২৫৫টি বনসাই স্থান পেয়েছে। গাছগুলোর মধ্যে রয়েছে দেশি বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল ও কামিনী। এছাড়া ফাইকাস প্রজাতির মধ্যে রয়েছে বেনজামিনা, রেচুসা, রামফি, লংআইল্যান্ড, গোল্ডেন ও ভাইরেন্স। রয়েছে বাগান বিলাস, বাওবাব, জেড, চাইনাবট, থাইচেরি, কতবেল ও রঙ্গনের মতো দেশি-বিদেশি অনেক গাছ।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বনসাই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: