হঠাৎ সূচি পরিবর্তন, কারণ জানতে চাইলো বিসিবি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:০২ পিএম

হঠাৎ করেই এশিয়া কাপের সূচি পরিবর্তনের কারণ বিরক্ত ক্রিকেট বোর্ডও। তাই এশিয়া কাউন্সিলের কাছে কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে বিসিবি। আবুধাবিতে এসিসি'র বৈঠকে শেষে সাংবাদিকদের এমনটাই জানান সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি এও জানিয়েছেন, এবারের এশিয়া কাপ আয়োজক ছিলো ভারত কিন্তু, ভেন্যু পরিবর্তনের সময় তারা দুবাইয়ে খেলবে বলে জানিয়েছে।

পাপন বলেন, সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়ে আমরা লিখিত দিয়েছি। যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা চলছে সেটি নিয়ে আমাদের মধ্যে কখনোই দ্বিধা আগেও ছিল না, এখনও নেই। কোন দলের বিপক্ষে কে খেলবে সেই বিষয়টি নিয়ে কিছুটা শঙ্কা থাকার কারণে চার দল ফাইনাল হওয়ার পর সবাই ফিকশ্চার চেয়েছিল, সেটা দিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারের খেলার হোস্ট ছিল ভারত। তাদের যখন এই ভেন্যুর কথা বলা হয় তখন তারা বলেছিল, তারা আবুধাবিতে খেলবে না। সেখানে কোনো পরিবর্তন আসে নাই।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: