নদীর জন্য ১৭ দফা দাবী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২২ পিএম

নদী রক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনিদ্দিষ্ঠ নীতিমালা অন্তুর্ভূক্তির জন্য রাজবাড়ীতে ১৭ দফা দাবীতে নদী রক্ষার জন্য মানববন্ধন পালিত হয়েছে। 

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কমিটি রাজবাড়ী জেলার শাখার আয়োজনে রাজবাড়ী গোদার বাজার পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কমিটির কেন্দ্রেীয় সদস্য আমিনুল ইসলাম, রাজবাড়ী জেলার শাখার সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম আহম্মেদ, সদস্য ও এনজিএল ইটার পরিচালক আলামিন মোস্তফা প্রমূখ। 

এ সময় নদী রক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনিদ্দিষ্ঠ নীতিমালা অন্তুর্ভূক্তি, নদী রক্ষা কার্যক্রমের দীর্ঘস্থায়ী পদক্ষেপ, শুষ্ক মৌসুমে নদী সংষ্কার, নদীর পাড় রক্ষাসহ ১৭টি দাবী উত্থাপন করে নদী সংশ্লিষ্ট সকল দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: