সাড়ে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৯ পিএম

সাদ্দাম হোসাইন,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের (লোকোসেড) উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন।

সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর থেকে যোগাযোগ বন্ধ ছিল।

উল্লেখ্য, শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের কসবার ইমামবাড়ি এলাকায় চট্টগ্রামে থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেইনার ট্রেনটি ইমামবাড়ি রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। হঠাৎ বিকট শব্দে ট্রেনের ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছিল।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: