দেশে আবারও ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র চলছে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২২ এএম

স্বাস্থ্যমন্ত্রী এবং আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আবারও ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র চলছে। সে সময়ে তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে আটক করেছিল। আমাদের নেতা-কর্মীদের উপর নিপীড়ন চালানো হয়েছিল। এবার সে অপচেষ্টা চললে ষড়যন্ত্রকারীদের কালোহাত ভেঙে দেয়া হবে।

তিনি বলেন, সামনের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং তা শেখ হাসিনার অধীনেই। তবে ২০১৪ সালের নির্বাচনের মত এবার আ’লীগ খালিমাঠে গোল দিতে চায় না। আমরা চাই বিএনপি নির্বাচনী খেলার মাঠে আসুক। তবে তারা ফাউল করলে লালকার্ড দিয়ে বের করে দেয়া হবে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। আর নৌকায় ভোট না দিলে এদেশ হবে জঙ্গীর দেশ, খুনিদের দেশ, লোডশেডিং এর দেশ।

মন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন, বেঈমান থেকে সাবধান থাকতে হবে। কারণ চক্রান্ত শুরু হয়ে গেছে। এসব চক্রান্তকারীদের ছাড় দেয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তারা সেই ভুল আর করবেনা।

পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়া, গনআজাদীলীগের কে এস সিনহা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী লায়লা আরজুমান্দ বিথী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। 

সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম রব্বানী ট্যাগার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিক হাসান টিপু, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেস্বারের সাবেক সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার শশুর সাবেক শিক্ষা অফিসার ‘মরহুম খোরশেদ আলম’ এর নামে সোনাতলায় ১০ শয্যার একটি স্বাস্থ্য উপকেন্দ্রের উদ্বোধন করেন।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন পুলিশ সুপার শেখ মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম, সাঁথিয়ার ইউএনও মো: জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: