মুখোশখোলা ড. কামাল বিএনপি-জামাতের দুষ্কর্মের ঢাল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২ পিএম

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. কামাল হোসেন বিএনপি-জামাতের জঘন্য সব অপরাধকর্মের ঢাল হিসেবে নিজে ব্যবহৃত হলেন এবং নিজের মুখোশ খুলে ফেললেন।’

‘নির্দলীয় সরকার ও শেখ হাসিনার পদত্যাগের দাবি ড. কামাল হোসেনের গণতন্ত্রকে ডোবানোর ফাঁদ’, বলেও মন্তব্য করেন তিনি। 

রোববার (২৩ সেপ্টেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের পূর্বে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, ‘নিরাপদ দেশ গড়ার নামে গণতন্ত্রের বুলি কণ্ঠে নিয়ে ড. কামাল হোসেন গংরা আসলে গণতন্ত্র ডোবানোর প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি-জামাতের সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য গণতন্ত্র বা নির্বাচনের জন্য নয়, মূলত দুষ্কর্মের সকল অপরাধীদের কারাগার থেকে মুক্ত করার ঐক্য।’ 

‘খালেদা জিয়াসহ দন্ডিত অপরাধীদের কারগার থেকে বের করার দাবি সরাসরি আইন-আদলতকে অস্বীকার করার দাবি, গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর দাবি’ উল্ল্যেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণ ও সরকার কোনোভাবেই তা মেনে নেবে না।’

কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও জাসদ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা রংপুর, গাইবান্ধা, বগুড়া ও কুষ্টিয়া সফরে জনসভা ও পথসভা শেষে রবিবার সকালে ঢাকা ফিরছেন তথ্যমন্ত্রী। 

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: