গুলশানে বিএনপির জরুরি বৈঠক চলছে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসাসহ চলমান নানা ইস্যুতে বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়াও আছেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আইনজীবী জয়নুল আবদীন।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন, নির্বাচনের আগে সেনা মোতায়েনের দাবি আদায়ের আন্দোলন ও জাতীয় ঐক্য গঠনের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: