জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  জামায়াত নেতা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুর রহিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৈখালী গ্রামের বাসিন্দা। 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশেমী বলেন, জামায়াত নেতা আব্দুর রহিম সাতক্ষীরা থেকে পালিয়ে ঢাকায় চলে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জামায়াতের অর্থযোগানদাতা ও নাশকতার ও রাষ্ট্রদ্রোহের একাধিক মামলা রয়েছে। 

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: