ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:১৮ পিএম

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানরা।  

রোববার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে পাঁচজন মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। 

মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে রতন বিশ্বাস বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে আমরা এই কর্মসূচি পালন করছি। মুক্তিযোদ্ধাদের জাতির জনক যেভাবে সম্মান করেছেন। সেই সম্মান আমরা ফিরে চাই। ৩০ শতাংশ কোটা দিতে হবে। 

এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে দেখা যায়  কয়েকজন আন্দোলনকারীদের।

এর আগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে চলতি মাসের ৭ তারিখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: