দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন মন্ত্রী, এরপর... (ভিডিও)

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:২০ পিএম

বিজয়া দশমী উপলক্ষে মহীশূরে আয়োজিত এক হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন ভারতের কর্নাটকের শিক্ষামন্ত্রী। পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী ধুতি। কিছুটা দৌড়ানোর পরেই তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উপুর হয়ে পড়ে যান।

ইতিমধ্যে গোটা ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিও ভাইরাল হয়েছে দিন দুয়েক আগেই।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরই শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে সেখানে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় স্পোর্টস কমিটির সঙ্গে এই ম্যারাথনের আয়োজনে সাহায্য করে কর্নাটক সরকার। পড়ে গিয়ে ওই মন্ত্রী মুখে ও পায়ে সামান্য চোট পেয়েছেন। এছাড়া তার আর তেমন কোন ক্ষতি হয়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: