হঠাৎ চোখে পড়ে মন্দিরের সবগুলো মূর্তির মাথা ভাঙ্গা!

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:৩২ পিএম

নেত্রকোনা উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটি গ্রামে সোমবার (১৫ অক্টোবর) রাতে একটি অরক্ষিত কালী মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। 

সরেজমিনে গিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  কতিপয় দুর্বৃত্ত কর্তৃক কৈলাটি গ্রামের সম্পূর্ণ অরক্ষিত কালী মন্দিরের ৪টি মূর্তির মাথা, হাত রাতের অন্ধকারে কে বা কাহারা ভেঙ্গে ফেলে। প্রতিদিনের মত ওই গ্রামের ননী গোপাল শীল (৬৭) নামের এক বৃদ্ধা কালী মন্দিরে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে পূজা দিতে যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই হঠাৎ চোখে পড়ে মন্দিরের সবগুলো মূর্তির মাথা ভাঙ্গা। 

বিষয়টি তৎক্ষণাৎ জানাজানি হলে এলাকায় হই হুল্লোড় শুরু হয়। পুলিশে খবর দিলে দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল সিনিয়র এএসপি শাহ্ শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তবে এলাকার কেউ কেউ বলছেন, মন্দিরের ভিতরে একটি মানিব্যাগ পাওয়া গেছে। ওই মানিব্যাগের ভিতরে একটি ঠিকানা পাওয়া গেছে। সেই ঠিকানার মালিক পূর্বধলা উপজেলার হুগলা গ্রামের এক যুবক। 

কৈলাটি পূজা মণ্ডপের সভাপতি বাবু বিশ্বজিৎ পাল প্রতিনিধিকে জানান, মঙ্গলবার রাতে কোন এক সময়ে কে বা কাহারা মন্দিরের ভিতরে মূর্তি ভাঙচুর করেছে তা আমরা দেখি নাই। এ জঘন্য কর্মের সাথে জড়িত রয়েছে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি মানিব্যাগের মালিককে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেছেন, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এটি পরিকল্পিত ঘটনা হতে পারে। এ ব্যাপারে দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল এএসপি শাহ্ শিবলী সাদিক প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: