আঙ্কারায় ইসরাইলি দূতাবাসে ট্রাক্টরের সাহায্যে এক কৃষকের হামলা চেষ্টা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১১:২১ পিএম

তুরস্কের রাজধানী আঙ্কারায় ইসরাইলি দূতাবাসে ট্রাক্টর হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা 'ইসনা'।

ইসরাইলের বিভিন্ন সূত্র বলছে, আজ তুরস্কের একজন কৃষক ট্রাক্টরের সাহায্যে দূতাবাসে হামলার চেষ্টা চালালেও পুলিশের বাধার কারণে সফল হতে পারে নি।

'আইদিন সাকরিয়া' নামের ওই কৃষক যখন ট্রাক্টর নিয়ে দূতাবাসের দিকে এগোচ্ছিলেন তখন পুলিশ বারবার তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু তিনি পুলিশের হুঁশিয়ারিকে কোনো গুরুত্ব না দিয়ে দূতাবাসের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ ট্রাক্টর লক্ষ্য করে গুলি চালায়। গুলির কারণে ট্রাক্টরটি এলোপাথাড়ি চলতে গিয়ে পাশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। 

ট্রাক্টর চালক ওই কৃষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে আটক কৃষকের অতীত ঘেঁটে দেখা গেছে, এর আগে তিনি কোনো ধরণের অপরাধে জড়ান নি।-পার্সটুডে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: