সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৪:০৮ পিএম

টসে জিতে বিসিবি একাদশের বিপক্ষে ১৭৮ করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫ ওভার মোকাবেলা করতেই বিসিবি একাদশ হারিয়ে বসে ২টি উইকেট। দলীয় ১১ রানে ২০ বলে ১ চারের সহায়তায় ৮ রান করে রানআউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার মিজানুর রহমান। 

এরপর সৌম্য সরকারের সাথে রাব্বি দেখেশুনে খেললেও ৩৪ বলে ১৩ রান করে সিকান্দার রাজার বলে মুসাকান্দার হাতে ধরা পরে বিদায় নেন তিনি। এরপর চাপ সামলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন সৌম্য সরকার। তুলে নিয়েছেন অর্ধশতক। সৌম্যের অর্ধশতকে জয়ের পথে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখার সময় ৩৩ ওভারের স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬৪ রান।

এর আগে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই স্বাগতিক বিসিবি একাদশের দুর্দান্ত বোলিংয়ে তোপের মুখে পড়েছে জিম্বাবুয়ে দল।

একমাত্র একদিনের প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু পেয়েছেন বাংলাদেশের পেস বোলাররা। ব্যাট করতে নামা জিম্বাবুয়ের টপ অর্ডারকে ভেঙে দিয়েছে সৌম্য বাহিনী।

এর আগে দলীয় ৭ রানে ওপেনার ক্রেইগ আরভিনকে (১) সাজঘরে ফিরিয়ে উইকেট পতনের সূচনা ঘটান পেসার এবাদাত হোসেন। দলীয় ১৫ রানে শিন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে তৃতীয় উইকেটটিও শিকার করেন তিনি। এর আগে তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেলরকে সাজঘরের পথ দেখান ওয়ানডে সিরিজের মূল স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে টেলর সাজঘরে ফেরেন মাত্র ৬ রান করে।

তিন ব্যাটসম্যানের বিদায়ের পর সিকান্দার রাজাকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু দলীয় ২৮ রানে সাজঘরে ফেরেন রাজাও। তাকে আউট করেন জাতীয় পর্যায়ের ক্রিকেটে নতুন মুখ মোহর শেখ। এরপর দলীয় ৪৭ রানে পিটার মুরকে ফেরান ইমরান আলি।

২২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে বিপর্যয়ের শঙ্কা দেখা দিলেও এল্টন চিগুম্বুরাকে নিয়ে দেখেশুনে খেলে যান অধিনায়ক মাসাকাদজা।

মাসাকাদজা ১০২ রান আর চিগুম্বুরা ৪৭ রান করে সাজঘরে ফেরার পর ব্যাটিং অর্ডার ধ্বস নামে জিম্বাবুয়ের। টাইগারেদের বোলিং তোপে শেষপর্যন্ত ৪৫.২ ওভার খেলে ১৭৮ রানেই অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশের তরুণ বোলার এবাদত নেন ৫ উইকেট। আর জাতীয় দলে আবার ডাক পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন পেয়েছেন ৩টি উইকেট।

বিসিবি একাদশকে জিততে হলে ৫০ ওভারে ১০ উইকেটে করতে হবে ১৭৯ রান।

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রতিটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে।

প্রস্তুতি ম্যাচ:

বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, ইবাদত হোসেন, মোহর শেখ ও ইমরান আলী।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শিন উইলিয়ামস, পিটার মুর, তারিসাই মুসাকান্দা, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা এবং রিচার্ড এনগারাভা।

সংক্ষিপ্ত স্কোর:

টস: জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে: ১৭৮/১০ (৪৫.৫ ওভার)

মাসাকাদজা ১০২, এল্টন চিগুম্বুরা ৪৭

এবাদত ১৯/৫, সাইফউদ্দিন ৩২/৩

বাংলাদেশ: ১৬৪/২ (৩৩ ওভার)

সৌম্য সরকার ৯৪/৯৬, মোসাদ্দেক ৩৩/৪৮

সিকান্দার রাজা ১/২১

বাংলাদেশের লক্ষ্য ১৭৯ রান।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: