ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:১৮ পিএম

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে এক ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির। অমৃতসরের যোধা ফটকের কাছে শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পরেই উদ্ধার কাজ শুরু হয়। যা এখনও চলছে বলে জানিয়েছেন অমৃতসর পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়, আজ শুক্রবার দশমী উপলক্ষে অমৃতসরে হাজারো মানুষ ট্রাকে করে রাবণের মূর্তি পোড়ানো দেখতে জড়ো হয়েছিল। অনুষ্ঠানে ছিল প্রচণ্ড আওয়াজ। পাশেই ছিল রেল লাইন। ওই মুহূর্তে এসে যায় ট্রেন। শব্দের কারণে ট্রেন আসার আওয়াজ কেউ শুনতে পারেনি। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

জানা গেছে, ইতিমধ্যে ১৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রেল লাইনের পাশে রাবন বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, বহু মানুষ রেল লাইনের উপর উঠে অনুষ্ঠান দেখছিল। রাবনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া মাত্র বাজির শব্দে কোনও আওয়াজ শোনা যাচ্ছিল না। ওই সময় ট্রেন চলে আসায় পিষে যায় অনেকে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: