জিম্বাবুয়ের ভালো সূচনার পর নাজমুলের আঘাত

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৭:২৯ পিএম

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৭২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ভালো সূচনা করেছে জিম্বাবুয়ে। ওপেনার সেফাস ঝুয়াও যথেষ্ট আগ্রাসী হয়ে চড়াও হন টাইগার বোলারদের উপর। তবে ৪৮ রানের মাথায় তাকে বোল্ড করেন মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর অধিনায়ক মাসাকাদজার সাথে জুটি বাঁধেন ব্রেন্ডন টেইলার। তবে টেইলরকে দলীয় ৫৯ রানে বোর্ড করে বাংলাদেশকে উল্লাসে ভাসান স্পিনার নাজমুল ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান।

এর আগে ওপেনার ইমরুল কায়েসের ব্যাটিং বীরত্বে জিম্বাবুয়ের বিপক্ষে রানের ২৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ১৪৪ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন ইমরুল। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৫০ রান করেছেন সাইফউদ্দিন। এছাড়া ৩৭ রান এসেছে মিথুনের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭১/৮ (৫০ ওভার শেষে)
ইমরুল ১৪৪, সাইফউদ্দিন ৫০
জার্ভিস ৪/৩৭

জিম্বাবুয়ে: ৬১/২ (১১.২ ওভারে)
ঝিয়াও ৩৫
মোস্তাফিজ ১/৪

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: