পদ্মায় টহল পুলিশের উপর জেলেদের গুলি

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০২:৪৮ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং এর শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে টহলরত পুলিশের উপর গুলি চালিয়েছে জেলেরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ট্রলার চালক মো. আলামিন (৩২) আহত হয়েছে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে সংগীয় ফোর্স নিয়ে লৌহজং এর পদ্মা নদীতে গেলে আকস্মিক জেলেদের নৌকা থেকে পুলিশের উপর গুলি চালানো হয়। এতে পুলিশের ট্রলার চালক আরমানের পায়ে গুলি লাগে। তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘পুলিশও পাল্টা গুলি চালালে জেলেরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জেলেদের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।’

লৌহজং পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, ‘এ ঘটনা ঘটার পরপরই লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।’

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: