প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:১৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২২ অক্টোবর একটি অনলাইন নিউজ পোর্টালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে নিয়ে ‘মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের অত্যাচার, চাঁদাবাজিতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী শিক্ষকরা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হলে ছাত্রলীগ নেতা কর্মীদের চোখে পড়ে। এতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক ক্ষুব্ধ হন। একই সাথে নেতাকর্মীরা এর প্রতিবাদ ব্যক্ত করেন। পরে মঙ্গলবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘যে খবরটি প্রকাশিত হয়েছে তা পুরোপুরি উদ্দেশ্যে প্রণোদিত। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিতর্কিত করতে অন্য কারো মদদে এ নিউজ করা হয়েছে। এই নিউজের মাধ্যমে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে অপমান করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা ওই নিউজপোর্টাল এবং এর প্রতিনিধির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

বিশ্বদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘এ নিউজ পুরোপুরি মিথ্যা এ নিউজের কোনো তথ্য উপাত্ত নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কতিপয় কুচক্রী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করতে পরিকল্পিত ভাবে নিউজটি করিয়েছেন বলে আমরা ধারনা করছি। আমরা আরো খোঁজ খবর নিয়ে দেখব যে এর নেপথ্যে কারা? আগামী কয়েক দিনের মধ্যে তাদের মুখোশ উন্মোচন করবো পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

এ সময় সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, ইবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক ইমরান শুভ্রসহ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: