৫ ম্যাচ পর জয় পেল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০২:২৬ পিএম

অবশেষে সব জয়ের স্বাদ পেল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচ পর জয় পেল দলটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে করিম বেনজেমা ও মার্সেলোর গোলে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-১ গোল হারিয়ে জয়ে ফিরেছে টানা তিন বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি।

চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ভিক্টোরিয়া প্লাজেনকে স্বাগত জানায় রিয়াল। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠে শেষপর্যন্ত কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় অল হোয়াইটরা। এর ফলে নিজেদের শেষ ছয় ম্যাচে এই প্রথম জয় পেল দলটি। এ জয়ের মধ্য দিয়ে কিছুটা চাপ থেকে স্বস্তি পেতে পারেন চাকরি হারানোর ভয়ে থাকা রিয়াল কোচ হুলেন লোপেতেগুই।

ম্যাচের ১১ মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে হেড থেকে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা। এই গোলের মধ্য দিয়ে অসাধারণ এক কীর্তি ছুঁয়েছেন ফরাসি তারকা। লিওনেল মেসি ও রাউল গঞ্জালেসের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১৪ আসরে গোলের কীর্তি গড়লেন বেনজেমা।

ম্যাচের ৫৫ মিনিটে মার্সেলোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। ফেদেরিকের পাস থেকে নিখুঁত শটে ভিক্টেরিয়া প্লাজেনের জালে বল পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তবে ম্যাচের ৭৯ মিনিটে একটি গোলের শোধ দিয়ে রিয়াল সমর্থকদের চমকে দেয় ভিক্টোরিয়া। পাত্রিক হরোসফক্সির গোলে ব্যবধান কমায় অতিথিরা। তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো বিপদ হয়নি রিয়ালের। ২-১ ব্যবধানে লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়তে হয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: