আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘উইলা’

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:১২ পিএম

মেক্সিকোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘উইলা’। এর প্রভাবে প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড ঝড় ও ভারী বর্ষণ হচ্ছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এর প্রভাবে প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড ঝড় ও ভারী বর্ষণ হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাসে ‘ভয়াবহ’ ঝড়ের তাণ্ডবের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
 
মেক্সিকোর জাতীয় আবহাওয়া সংস্থা এক টুইটার বার্তায় জানায়, ঘূর্ণিঝড় উইলা এখন ইস্কুইনাপা ও সিনালোয় শহরের কাছের উপকূলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। শক্তিশালী এ ঝড় স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এটি ক্রমেই দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ ঝড়ে পরিণত হয়েছে। 

জানা যায়, সোমবার এটি সর্বোচ্চ ৫ ক্যাটাগরির হারিকেন ছিল। কিন্তু এর প্রভাবে এখনো আকস্মিক মারাত্মক বন্যা ও ভূমিধসের আশংকা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দেয়া হয়েছে। 

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: