প্রিন্স সালমানের সঙ্গে খাশোগির ছেলের সাক্ষাত! টুইটারে ঝড়

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ পিএম

গত ২ অক্টোবর খাশোগি তুরস্কে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক সৌদি চররা তাকে খুন করেছে বলে দাবি করে এসেছে।

তবে সৌদি আরব প্রথমে তা অস্বীকার করে এবং ঘটনার ১৭ দিন পর খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে। কিন্তু খুনের ঘটনা নিয়ে দেশটি একাধিকবার বিবৃতি পাল্টেছে। মরদেহ কোথায় আছে তাও জানা নেই বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার (২৪ অক্টোবর) জামাল খাশোগির দুই ছেলেকে ডেকে নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শোগির মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি। এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম টুইটারে নিন্দার ঝড় উঠেছে। 

জানা গেছে, খাশোগির দুই পুত্র সালাহ এবং সাহেলকে অভ্যর্থনা জানিয়েছেন বাদশাহ সালমান ও  ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এদিকে, ক্রাউন প্রিন্সের ডাকে সাড়া দেয়ায় খাশোগির পুত্রদের সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমের ব্যাপক সমালোচনা করছেন অনেকেই।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: