রাজধানীর সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৪৭ পিএম

রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলকর্মীর ১০টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টায় গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের দশম তলায় আগুনের সূত্রপাত হয়। 

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান।

তিনি জানান, সিলভার টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ১০টি ইউনিট পাঠানো হয়। ভবনের উচ্চতা বেশি হওয়ায় সিড়িবাহী গাড়িও পাঠানো হয়। দমকলকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, দমকলকর্মীরা এখন সিঁড়ির রুমসহ অন্যান্য রুমগুলো পর্যবেক্ষণ করছেন। ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা তারা খুঁজে দেখছেন। 

তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের ১০ তলায় এ আগুনের ঘটনা ঘটলে ১৩ তলা বিশিষ্ট সিলভার টাওয়ারটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও কাজ করতে দেখা গেছে।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: