এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা 

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১২:০০ পিএম

নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ বলেছেন, এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে। আজ বুধবার( ৩১ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছিলেন তিনি। রোববার (২৮ অক্টোবর) দুপুরে, বান্দরবানের লামা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওই সময় হেলালউদ্দীন আহমদ জানান, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এই তিন পার্বত্য জেলার জন্যে আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে।’

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: