রাজধানীতে গুলি করে ছিনতাইকালে আটক ৮

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:২৪ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে বিকাশ এজেন্টকে গুলি করে ছিনতাই কালে আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রবিবার সন্ধায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি গুলির খোসা, একটি প্রজেক্টাইল, একটি ডামি পিস্তল, পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—মো. মেহেদী হাসান (২২), মো. শাহরিয়ার (২২), কাজী ইউসুফ বিন শওকাত ওরফে অনিক (১৯), মো. আমিনুল ইসলাম ওরফে আমিন (২০), মো. আবু হুরায়রা আদিব, মো. সাব্বির হোসেন (১৮), মো. শিশির আহম্মেদ ওরফে সজল (২২) এবং মো. মাজহারুল ইসলাম ওরফে অনিক ইসলাম (২১)।

আটককৃতরা বাইকার্স ও ক্রাশ বিডি নামের দুটি বাইকার গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: