দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, অতঃপর... (ভিডিও)

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ পিএম

মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান দুমড়ে-মুচড়ে পড়ে এবং পাইলট নিহত হয়েছেন। কানাডার রাজধানী অটোয়ার পশ্চিমে অন্টারিও এলাকায় রোববার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরে অটোয়ার ১৮ মাইল পশ্চিমে অন্টারিওর কার্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গে সেসনা বিমানটি দুমড়ে-মুচড়ে স্থানীয় একটি মাঠে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। ওই বিমানে তিনি ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।

টুরবোপ্রোপ পিপার পিএ-৪২ ও সেসনা এয়ারক্রাফটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়।

কানাডা পরিবহনের এক মুখপাত্র, সংঘর্ষের পর টুরবোপ্রোপ পিপার পিএ-৪২-এর রুট পরিবর্তন করে অটোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠিয়ে দেয়া হয় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: