কুবির 'সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন 

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০২:৪৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১১ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৬৭.৭৬% পরীক্ষার্থী অংশগ্রহণ করে বলে নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিট প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

&dquote;&dquote;

গতকাল (শুক্রবার) অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকৃতদের মধ্যে ৬১.২৫% শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) চারটি বিভাগের অধিনে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করে। আজ দুপুর ৩.০০ টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: