রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৭:২০ পিএম

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো।

রোববার (১১ নভেম্বর) বিকেলে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আইটিএফ অনুমোদিত জুনিয়র (বালক-বালিকা) টেনিস চ্যাম্পিয়নশিপ এই উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. নূর উর রহমান। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশসহ ১০টি দেশের ৯১ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা এন্ট্রি নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের খেলোয়াড় রয়েছেন ২৪ জন। তবে শেষ মুহূর্তে বিদেশি খেলোয়াড় সংখ্যা কমতে পারে বলে জানিয়েছেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী।

তিনি জানান, টুর্নামেন্টে রেফারি মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী। ইতোমধ্যে খেলোয়াড়েরা রাজশাহী আসতে শুরু করেছেন। টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য কোনো দর্শনী ফি দেওয়া হবে না। উদ্বোধনের পর আজ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: