‘শুধুমাত্র খেলার জন্যই সাকিবকে ছেড়ে দিয়েছি’

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ এএম

ক্রিকেট খেলার জন্য সাকিব আল হাসানকে আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ থেকে বিরত রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা সাকিব খেলাতেই বেশি মনোযোগ দিন। আর এ কারণে তিনিই সাকিবকে বলেছেন নির্বাচনে অংশ না নিয়ে আগামী বিশ্বকাপ ক্রিকেটের দিকে মনোযোগ দিতে।

শনিবার (৯ নভেম্বর) হুট করে জানা যায়, প্রার্থিতা গ্রহণের জন্য রবিবার আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। যদিও এদিন রাতেই সাকিব জানান, নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মাশরাফি সাকিব দুজনেই আমার সঙ্গে কথা বলেছে। আমি তাদেরকে টাইম দিয়েছিলাম। কিন্তু সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তখন প্রধানমন্ত্রী বলেছেন (সাকিবকে) দেশের স্বার্থে খেলে যেতে।’

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: