বিএনপির মনোনয়নপত্র বিক্রি চলছে

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৪:০২ পিএম

আন্দোলনে অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে বিএনপি। নির্বাচনের অংশ নেয়ার লক্ষে আজ সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হয় বিএনপির মনোনয়নপত্র বিক্রি। 

৬ ভাগে ভাগ হয়ে মনোনয়ন পত্র বিক্রি চলছে।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে কারাবন্দি নেত্রী বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর চেয়াপারসনের পক্ষে বগুড়া-৬ আসনে ২য় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

বিএনপির চেয়ারপারসনের পক্ষে ৩য় মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ-১ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এরপর নরসিংদী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির মনোনয়নপত্র বিক্রি। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র জমা দিতে পারবে ১৫ ও ১৬ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ চলবে।

৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীরা দলের মনোনয়ন ফরম কিনতে পারবেন এবং ২৫ হাজার টাকা জামানতসহ ওই ফরম জমা দিতে পারবেন।

বিডি২৪লাইভ/এএফকে/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: