রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির গণ-সংর্বধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৮:২০ এএম

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে: ২০২১ সালে বাংলাদেশে একজন মানুষও অক্ষর জ্ঞানহীন থাকবে না। সেই লক্ষে বিনামূল্যে বই দিয়ে লেখা পড়া করানো হচ্ছে। 

রিয়াদে স্থানীয় একটি অভিজাত পার্টি সেন্টারে কুমিল্লা প্রবাসী সোসাইটি আয়োজিত গণ-সংর্বধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি, কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এই আশাবাদ ব্যক্ত করেন। 

মতবিনিময়ে সভাপতিত্ব করেন, সোসাইটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাসেদুল করিম সজিব।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক- সূচনা তাহসিন বাহার। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সাইফুল আলম রনি, দূতাবাসের ইকোমিক মিনিষ্টার ডক্টর মোহাম্মদ আবুল হাসান, শ্রম কাউন্সিলার সারোয়ার আলম, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর সভাপতি সালাহউদ্দিন আহমেদ ফারুক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম, জুবাইল আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, ১নং কালির বাজার উইপি চেয়ারম্যান আলহাজ সেকান্দর আলী। 

এছাড়াও বক্তব্য রাখেন, সোসাইটির সাধারণ সম্পাদক শামিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, জাতীয় শ্রমিক লীগ নেতা শেখ জামাল সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে দেশ জাতির সুখ সমৃদ্ধি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।

বাহার বলেন, পাকিস্তানের ২৩ বছর শাসনামলে কোন বাঙালি কাজের জন্য সৌদি আরব আসতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আজ পর্যন্ত লাখ লাখ বাঙালি সৌদিতে এসেছেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই। তাই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীকে নৌকা মার্কা ভোট উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।

মতবিনিময় শেষে বাহাউদ্দিন বাহার এর হাতে ক্রেষ্ট তুলে দেন সোসাইটির সভাপতি নুরুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠানে উন্নয়নের রেল গাড়ি নামক নাটিকা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: