পুলিশের উপর হামলা, যা বললেন মনিরুল ইসলাম

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:৪১ পিএম

শান্তিপূর্ণ ভাবেই গত দুদিন ধরে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করে আসছে। আমরাও শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। কোন ইস্যু না থাকায় ইস্যু তৈরির করার জন্যই এ কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। 

তিনি বলেন, উভয়কেই শান্তিপূর্ণ অবস্থানের অনুরোধ করছি।

আজ বুধবার (১৪ নভেম্বর) ৩টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোন উসকানি ছাড়াই হঠাৎ দায়িত্ব পালনরত পুলিশের উপর হামলা চালায় তারা (বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা)। এতে আমাদের ১৩ জন পুলিশ গুরতর আহন হয়। তারা এখন চিকিৎসাধীন। 

মনিরুল বলেন, আচরণ বিধি লঙঘন করে একজন প্রার্থী শোডাউন দিচ্ছিল। তার কর্মীরা পুলিশের উপর হামলা করে। পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি উভয়কেই অনুরোধ করছি। সকলে আমাদের সহযোগিতা করুন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জান মালের নিরাপত্তার জন্য যা করার দরকার আমরা তা করবো বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বিডি২৪লাইভ/এএফকে/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: