ক্যাসপারস্কি'র নতুন পরিবেশক স্মার্ট টেকনোলজিস

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:০৭ পিএম

বাংলাদেশের বাজারে ক্যাসপারস্কি ল্যাবের নতুন পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বুধবার (১৪ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

এতে জানানো হয়, ক্যাসপারস্কি ল্যাব তাদের নতুন পরিবেশক-অংশীদারের সঙ্গে বাংলাদেশের বাজারে ব্যবসা বাড়াতে কাজ করবে। যা এই অঞ্চলে ক্যাসপারস্কি ল্যাবের ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ক্যাসপারস্কি ল্যাবের সাউথ এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার শ্রেনিক ভায়ানি বলেন, ‘পরিবেশক হিসেবে এসটিবিএলকে সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অঞ্চলটিতে সাইবার অপরাধীদের আগ্রাসীভাবে দমনের কৌশলে আমরা এগিয়ে যেতে চাই।’

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিশ্বে ক্যাসপারস্কি ল্যাব সাইবার নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ নাম। ক্যাসপারস্কির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের শক্তিশালি ব্যবসায়িক চ্যানেল ব্যবহার করে ক্যাস্পারস্কিকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের হাত ধরেই দেশের বাজারে ক্যাসপারস্কি হয়ে উঠবে আরও বিগার এন্ড বেটার।

বিডি২৪লাইভ/এমএম/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: