‘দুটি ছেলে মারা যাওয়ার পরেও এ কথাটা আসেনি’

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৬:৩৭ পিএম

‘নয়াপল্টনে ঘটনার একদিন আগে নির্বাচন কমিশন নীতিমালা ভঙ্গ হচ্ছে বলে বলেছেন। তিনদিন আগে যখন দুটি ছেলে মারা গেল তখন কিন্তু এ কথাটা আসেনি। বড়-বড় সমাবেশ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি অফিসে হয়েছে, তখনও এ নীতিমালার প্রসঙ্গটি আসেনি। যখন বিএনপির দুদিনে জনসমুদ্র দেখা দিয়েছে তখন এ নীতিমালার কথা এসেছে।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্ন মিডিয়াতে এ ঘটনার কথা এসেছে। অনলাইন পত্রিকাগুলো তাৎক্ষণিক নিউজ করেছে, টেলিভিশনেও আসছে। বিষয়টা হচ্ছে, একটি মিছিল নিয়ে এসেছিলেন মির্জা আব্বাস, তিনি তার মনোনয়ন পত্র জমা দেবেন। পুলিশের গাড়ি সে মিছিলের ওপর উঠিয়ে দেয়া হয়েছে। এটা সব জায়গায় এসেছে এবং এর বক্তব্যও এসেছে।’

‘সিইসি সাহেব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সিইসি পুলিশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, এটা ধরে নেয়া যায়। তো এ দুঃখ প্রকাশের যে ব্যাখাটা আওয়ামী লীগ দিচ্ছে তাতে মনে হয়, ঘটনার পেছনে ইন্ধন থাকতে পারে সরকারের। দুঃখ প্রকাশের মধ্য দিয়ে শেষ করতে পারতো সিইসি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে কঠোর ভাষা ব্যবহার করেছেন তাতে বুঝা যায় যে, এটা সরকার উপভোগ করতে চাচ্ছে’, বলেন শামসুজ্জামান দুদু ।

বিএনপির এ নেতা বলেন, ‘পুলিশের ভাষ্য, আমরা রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করতে চেয়েছি। আওয়ামী লীগের ব্যাখ্যা, নিজেদের ভেতরে গণ্ডগোল লেগেছে। তাহলে এখানেতো স্পষ্ট, আওয়ামী লীগ কি চাচ্ছে। একটা ঘটনা তৈরি হোক, তাহলে পরে তাদের জন্য কথা বলার সুযোগ তৈরি হবে।’

বিডি২৪লাইভ/এসআর/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: