মটোরোলার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১২:০৪ এএম

দেশের বাজারে মটোরোলা নিয়ে এসেছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন। যা দিয়ে টানা ১৮ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব। ফোনটির মডেল ‘মটো ই৪ প্লাস’।

শুক্রবার (১৬ নভেম্বর) মটোরোলার বাংলাদেশী ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে আরও জানায়, ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ৭.১ অপারেটিং সিস্টেম, ১.৩ গিগাহার্জ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ১৬ জিবি রোম। আছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে, রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল।

এছাড়াও ফোনটিতে রয়েছে অটো ফোকাসড, এলইডি ফ্ল্যাশ সম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, যেটাতে এলইডি ফ্ল্যাশ ও সুন্দর সেলফি তোলার জন্য বিউটিফিকেশন মুড ব্যবহার করা হয়েছে।

ফোনটি বর্তমান মূল্য ১১,৯৯০ টাকা। ক্রেতারা ই-রেজিস্ট্রেশন করলে ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি উপভোগ করতে পারবে।

বিডি২৪লাইভ/এমএম/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: