অবশেষে জয়ের ধারায় আর্জেন্টিনা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১১:৪৭ এএম

সঠিক পথেই আছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে সহজেই ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে গত ১৬ অক্টোবর সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। পরের মাসের ঠিক ১৬ তারিখেই নিজেদের মাঠে মেক্সিকোকে হারাল আলসেবিলেস্তোরা।

প্রথমদিকে অগোছালো ফুটবল খেলেছে দলটি। করদোবার স্টাডিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য গোল খেতে বসেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটে মার্কো ফ্যাবিয়ানের ক্রস থেকে রাউল জিমিনেজের হেড লাগে পোস্টে। এক মিনিটেরও কম সময় পর ফ্যাবিয়ানের শট ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন।

তবে দ্রুতই নিজেদের সামলিয়ে নেয় আকাশি সাদা জার্সিধারীরা। ধীরে ধীরে মেক্সিকোর রক্ষণে আক্রমণ শানায় আর্জেন্টিনা। স্বাগতিকদের প্রথম সবচেয়ে ভালো সুযোগটা আসে ৩৮ মিনিটে। পাওলো দিবালার ফ্রি-কিক থেকে লাউতারো মার্টিনেজের হেড পা দিয়ে ফিরিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া।

অবশেষে গোল আসে ৪৪ মিনিটে। গোলের উৎস ছিলেন জুভেন্টাসের দিবালা। জুভেন্টাস তারকার ফ্রি-কিক থেকে ফুনেস মোরির হেড খুঁজে নেয় মেক্সিকোর জাল। দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। বিরতির পর শুরুতেই বেশ কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন দিবালা। তবে বল ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।

এরপরের গোলটা মেক্সিকোর জন্য চূড়ান্ত বিপদ নিয়ে আসে। ৮৩ মিনিটে একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মেক্সিকোর ব্রিজুয়েলা। তার এই আত্মঘাতী গোলে আর্জেন্টিনার জয়ও নিশ্চিত হয়ে যায়।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: