ফের নির্বাচনের আগে হাসপাতালে এরশাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০১:৫৩ পিএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত করেছেন, দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে স্যারের স্বাস্থ্যের অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাকে হাসপাতালেই থাকতে বলেছেন।

তিনি আরও বলেন, স্যার সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনও সেখানে যাইনি।

উল্লেখ্য, এরশাদ ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগেও সিএমএইচে ভর্তি হয়েছিলেন। তবে সে সময় তাকে নিয়ে যায় র‌্যাব। যদিও এরশাদের সে সময়ের অসুস্থতা নিয়ে নানা প্রশ্ন ছিল।

তৎকালীন নির্বাচনের আগে এরশাদ ভোটে যাবেন না ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে তার দলের নেতাদেরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এরশাদ পত্নী রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে যায়। অনিচ্ছা সত্ত্বেও রংপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ভোটের দিনেও সিএমএইচে ছিলেন এরশাদ।

পাঁচ বছর আগে এরশাদের হাসপাতালে ভর্তি নিয়ে গুঞ্জনের বিষয়ে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছিলেন, ‘না .... যেটা আগে বলেছি সেটা থাকবে। গনতান্ত্রিক চর্চায় হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থান সুদৃঢ়।’

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: