নিষিদ্ধ পল্লীতে কিশোরীকে বিক্রি, ১ বছর পর উদ্ধার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১০:৪৬ পিএম

চট্টগ্রাম থেকে পাচার হওয়া এক কিশোরীকে প্রায় এক বছর পর ময়মনসিংহের নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪।

শনিবার (১৭ নভেম্বর) র‍্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ওই কিশোরী গার্মেন্টসে কাজ করত। এক বছর আগে সে অপহরণের শিকার হয়ে মানবপাচারকারীর খপ্পরে পরে ময়মনসিংহে বিক্রি হয়ে যায়। তার পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৩ মার্চ চট্টগ্রামের ডাবলমরি থানায় একটি জিডি করেন

র‍্যাব আরও জানায়, গত এক সপ্তাহ আগে একটি অনলাইন ডকুমেন্টারি ছবিতে ওই কিশোরীকে দেখে তার পরিবার চিনতে পারে। পরে কিশোরীকে উদ্ধারের জন্য র‌্যাবের সহায়তা চায় তারা। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের গাঙ্গীনারপাড় এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে র‍্যাব-১৪।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার প্রতিবেশীর মাধ্যমে মানবপাচারের শিকার হয়েছিল। এ বিষয়ে চট্টগ্রামের ডাবলমরি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের এবং আসামি গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: